
রাজপথে থেকে সরকারের বিদায় ঘণ্টা বাজানোর হুংকার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান।
২৭ জানুয়ারি, শনিবার বিকেলে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত 'কালো পতাকা মিছিল'পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।
মঈন খান বলেন, সরকারের বিদায় ঘণ্টা বাজাতে রাজপথে নেমেছে বিএনপি। শান্তিপূর্ণ প্রতিবাদের অংশ হিসেবে কর্মসূচি পালন করা হয়েছে। কালো পতাকার কালো আধারে বিদায় নিতে বাধ্য হবে ক্ষমতাসীনরা।
তিনি বলেন,৭ জানুয়ারি রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নির্বাচন করেছে সরকার। এর মধ্য দিয়ে জনগণের নৈতিক পরাজয় হয়েছে।
এসময় মঈন খান আরো বলেন, উপনেবিশ কায়দায় দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিবার্তা/রুবেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]