
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে ইউরোপীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ রবিবার সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সাথে প্রবাসী আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। একই সাথে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রবাসীদের মাঝে তুলে ধরাসহ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে জনমত গঠন করা নিয়েও আলোচনা হয়।
ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ বলেন, সাক্ষাৎকালে আমি ছাড়াও ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমসহ ইতালি, সুইজারল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী ফ্রান্স আওামী লীগের বিষয়ে খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীকে আমরা আশ্বস্ত করে বলেছি– বিদেশে বসে যারা দেশের, গণতন্ত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে ফ্রান্স আওয়ামী লীগের নেতৃত্বে কঠোরভাবে তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]