
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে দিকে এই ঘটনা ঘটে বলে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আকস্মিকভাবে কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরিত হয়। ককটেলটি চলন্ত কোন যানবাহন থেকে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি।
বিবার্তা/কিরণ/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]