
মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মোতালেব হোসেনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৩০ নভেম্বর) রাতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, কিছুক্ষণ আগে মোতালেব হোসেনকে তুলে নিয়ে যায়। তবে তাকে থানা কিংবা জেলগেটে না নিয়ে যাওয়ায় তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে চরম উদ্বেগ ও উৎকন্ঠা তৈরি হয়েছে।
'অনেকে দেখেছেন তাকে আরিচার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাকে তুলে নিয়ে যাওয়ার কথা স্বীকার করছে না ডিবি পুলিশ।'
অবিলম্বে মোতালেব হোসেনকে তার পরিবারের কাছে ফেরত দেয়ার দাবিও জানান রুহুল কবির রিজভী বলেন, মোতালেব হোসেনের মতো একজন বলিষ্ঠ নেতাকে তুলে নিয়ে স্বীকার না করায় মানুষের মাঝে সেই আগের অজানা আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, মোতালেব হোসেন এরআগে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।
বিবার্তা/কিরণ/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]