
জাতীয়তাবাদী কৃষকদল কক্সবাজার, বান্দরবান ও গোপালগঞ্জ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কক্সবাজার, বান্দরবান ও গোপালগঞ্জ জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কক্সবাজার জেলা শাখায় আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদকে আহ্বায়ক ও শরীফ উদ্দীন বাবুলকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বান্দরবান জেলা শাখায় মং থুই সিং মার্মাকে (অংজ) সভাপতি ও মো. নুরুল কবিরকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া গোপালগঞ্জ জেলা শাখায় অ্যাডভোকেট মো. সাজ্জাদুল ইসলাম রিপনকে আহ্বায়ক ও বদরুজ্জামান এজাজকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত এই তিনটি কমিটি জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ অনুমোদন করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
বিবার্তা/কিরণ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]