
বাংলাদেশের উন্নয়নে প্রকৌশল সমাজ জড়িত। দেশের উন্নয়নে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন আইইবি’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
শনিবার (২১ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সময়ে নেতৃত্বদানকারী প্রকৌশলীদের আজীবন ও মরণোত্তর সম্মাননা প্রদান এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আবদুস সবুর এসব মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি একটি প্রতিষ্ঠান। আজকে যেমন বাংলাদেশের অন্যতম পেশাজীবি প্রতিষ্ঠান এটি তেমন পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।
ইঞ্জিনিয়ার মো. আবদুস বলেন, আজীবন ও মরণোত্তর সম্মাননা দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করেছে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকল সদস্যদের নেতৃত্ব তৈরিতে উৎসাহ করা হয়েছে।
বিবার্তা/তাওহিদ/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]