
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে আনতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পিপলস পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা জানান কাদের সিদ্দিকী।
‘অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন চাই সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি’ শীর্ষক এক রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এই ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় আয়োজন করা হয়।
সভায় নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, একটা জিনিসেই অভাব। যেটার কারণে সফলতা আসবে না। সেটা হলো, জনগণের সম্পৃক্ততা। জনগণ শুধু শেখ হাসিনাকে চাই না, তা না। জনগণ অন্য নেতাদেরকেও চায় না। সেখানে খালেদা জিয়াকে বলা যেতে পারে, তারেক রহমানকেও বলা যেতে পারে। তাদের একটু বদল হওয়া দরকার। সেই বদলটা এখন পর্যন্ত হয় নাই।
কাদের সিদ্দিকী বলেন, যেদিন দেশের মানুষ আমাদেরকে বিশ্বাস করা শুরু করবে- আমাদের ডাকে সাড়া দেবে, সেদিন শেখ হাসিনা কিছুই না। শেখ হাসিনাকে সরিয়ে আমি খালেদা জিয়া এবং তারেক রহমানকেও আনতে চাই না। ‘আমি শেখ হাসিনাকে সরাতে চাই, তার কর্মকাণ্ডকে সরাবার জন্য। তার অব্যবস্থাকে সরাবার জন্য। কথা দিয়ে কথা রক্ষা না করার জন্য এবং মানুষকে মানুষ না ভাবার জন্য।’
মানবিক মূল্যবোধ যেভাবে আজকে ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে যেভাবে গালাগালি করা হয় এবং জিয়াউর রহমানকে যেভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করতে চায় না! আমার বড় খারাপ লাগে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুকে মেরে থাকেন তাহলে তার বিচার করা হোক। কিন্তু তিনি মুক্তিযোদ্ধা না, এ কথা তো মানতে পারি না। আমরা কেনো জানি, একজন আরেক জনের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলেছি।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. বাবুল সরকার চাখারীর সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জুসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বিবার্তা/কিরণ/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]