
অসুস্থ বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ও নাটোর জেলার আহত ছাত্রদলেন নেতৃবৃন্দকে হাসপাতালে দেখতে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে মির্জা আব্বাসকে এবং পুঙ্গ হাসপাতালে ছাত্রদলের নেতৃবৃন্দদেরকে দেখতে যান তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিবার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, শ্যামলী স্পেশালাইজ হাসপাতালে অসুস্থ মির্জা আব্বাসেরর চিকিৎসকের কাছে থেকে ততার শারীরিক অবস্থা বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপি মহাসচিব। এসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
অন্যদিকে গত ১৪ মে বিএনপির বিক্ষোভ সমাবেশের সময়ে আওয়ামী লীগের হামলায় কুপিয়ে মারাত্মকভাবে আহত হওয়া নাটোর জেলা ছাত্রদলের নেতা এস এম মোস্তফা আনাম ও শরিফুল ইসলাম সুমনকে শ্যামলী পুঙ্গ হাসপাতালে দেখতে যান ফখরুল।
এসময়ে মহাসচিবের সঙ্গে ছিলেন নাটোর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কদ্দুস তালুকদার দুলু।
বিবার্তা/কিরণ/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]