
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্যনতুন উপায়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত গোষ্ঠী।
শুক্রবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি এসব কথা বলেন।
ভিডিওতে তিনি বলেন, রাজনীতির মূলমন্ত্র দেশপ্রেম। যে রাজনীতিতে দেশপ্রেম নেই, সেই রাজনীতি অন্তঃসার শূন্য। শুধুমাত্র ক্ষমতা প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকলে জনতার ভালোবাসা পাওয়া যায় না।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি-জামায়াত ৮টি লবিং ফার্মকে নিয়োগ দিয়েছে। বিএনপির লবিস্টরা দেশবিরোধী এমন তথ্য দিয়েছেন, যা জানলে দেশবাসী তাদের ধিক্কার জানাবে। নিজেদের স্বার্থে দেশের ক্ষতি করতে প্রস্তুত বিএনপি।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]