
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৭ম মৃত্যুবার্ষিকী সোমবার (২৪ জানুয়ারি)।
এদিন সকাল ৮টা থেকে মরহুম আরাফাত রহমান কোকোর বনানীস্থ কবর প্রাঙ্গণে কোরআন খানি ও বিশেষ দোয়া মাহফিলের উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দুপুর ১২টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটি নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানায় বিশেষ দোয়া এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এছাড়াও সোমবার বিকাল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী এসব কর্মসূচি হাতে নিয়েছে দলটি।
বিবার্তা/বিপ্লব/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]