শীতের শুরুতে বান্দরবানে সৌন্দর্য উপভোগ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৭
শীতের শুরুতে বান্দরবানে সৌন্দর্য উপভোগ
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাহাড়ের বিস্তীর্ণ প্রান্তর। শীতের ভোরে স্নিগ্ধ সকালে কুয়াশার চাদরে ঢাকা সবুজ ঘাসের ওপর খানিকটা সূর্যের আলো যদি পড়ে? মুক্তোর মতো জ্বলজ্বল করে শিশির বিন্দুগুলো।


শীতের শুরুতে এই সৌন্দর্য উপভোগ করতে দেশের দূর-দূরান্তের জেলা হতে পর্যটকদের ভিড় জমে পাহাড় কন্যা বান্দরবানে। জেলা সদর ছাড়াও উপজেলাগুলোর পর্যটন কেন্দ্রগুলোতে তুলনামূলক দর্শনার্থী সংখ্যা বাড়তে থাকে।


এছাড়া বেশিরভাগ পর্যটক এই সময়টা বেছে নেয় ভ্রমণের জন্য। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য দেখার নেশায় পর্যটকরা ছুটে আসছে পাহাড়, নদী আর ঝর্ণার জলরাশি উপভোগ করতে।


পর্যটকদের ভ্রমণের তালিকায় স্থান পাচ্ছে মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক, নাফাকুম, ডিম পাহাড়, বড় পাথর, রাজা পাথর, তিন্দু, রেমাক্রি জলপ্রপাতসহ আরও অনেক পর্যটন স্পট। দিনাজপুর থেকে বান্দরবানে ঘুরতে এসেছেন রাহাত। দীর্ঘদিন পর সব পর্যটন স্পটগুলো ঘুরে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার ইচ্ছে জানালেন ঢাকা পোস্টকে।


আবাসিক হোটেল মালিক মোজাফফর জানালেন দীর্ঘদিন পর বান্দরবানে নানা জটিলতা কাটিয়ে এখন পর্যটন স্পটগুলো উন্মুক্ত হওয়ায় আবারও পর্যটকরা আসতে শুরু করেছে।


বান্দরবান আবাসিক হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেন, বছরের শীতের এই সময়টাতে মূলত বিভিন্ন জেলা হতে পর্যটকদের আনাগোনা বেশি থাকে, তাই পর্যটন ব্যবসায় কিছুটা চাঙ্গা ভাব থাকে। তবে পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা, বন্যা সর্বপরি রাজনৈতিক অস্তিরতা, হরতাল অবরোধের মত কর্মসূচি থাকায় পর্যটনশিল্পের বিরূপ প্রভাব পড়েছে। তবে মাসের শুরুতে জেলার প্রায় সব পর্যটন স্পটগুলো খুলে দেওয়ায় পর্যটন সমাগম বৃদ্ধি পাচ্ছে এছাড়া সরকারি ছুটি ও বন্ধের দিনে পর্যটন কেন্দ্রগুলোতে থাকে দর্শনার্থীদের সমাগম।


দূর-দূরান্তের জেলা হতে আশা পর্যটকরাও খুশি দীর্ঘদিন পর বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে পেরে। এছাড়া জেলার থানচি ও রুমা উপজেলায় বেশ কয়েকটি পর্যটন স্পট সম্প্রতি উন্মুক্ত রয়েছে সবার জন্য।


তাই দীর্ঘদিন ঝিমিয়ে থাকা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন, টুরিস্ট গাইড ব্যবসাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলোতে ফিরেছে ব্যস্ততা। এত দিন জেলায় পর্যটক সমাগম কম হওয়ায় লোকসান হয়েছে যা কাটিয়ে আবার স্বাভাবিক হচ্ছে পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসার পরিবেশ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com