সোলং ভ্যালি : অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বর্গরাজ্য
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩, ১৩:৩৪
সোলং ভ্যালি : অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বর্গরাজ্য
পর্যটন ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেকেই ছক কাটতে শুরু করে দিয়েছেন ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন। রমজানের দীর্ঘ ইবাদতের পর প্রাণ খুলে মুক্ত বাতাসে ঘুরে আসতে না পারলে অনেকেরই যেন আটকে যাবে দম। কিন্তু কোথায় ঘুরতে যাবেন?


গরমে কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলেই বাঙালির প্রথমেই মনে পড়ে দার্জিলিং কিংবা গ্যাংটকের কথা। তবে বাজেট বাড়িয়ে এবার চলে যেতে পারেন নতুন কোনও জায়গায়।


হিমাচল মানেই সিমলা, কুলু, মানালি নয়। মানালি থেকে লেহ-মানালি হাইওয়ে ধরে রোটাং পাস যাওয়ার পথে ১৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে সোলাং ভ্যালি। হিমাচলপ্রদেশের আকর্ষণীয় জায়গাগুলির মধ্যে অন্যতম। 


সমুদ্রতল থেকে ৮ হাজার ৪০০ ফুট উঁচুতে এর অবস্থান। রোটাং পাস খোলা থাক বা না থাক, ফেরাবে না সোলাং ভ্যালি। সব সময়ে জমজমাট থাকে এই উপত্যকা। কুলু জেলার সোলাং ভ্যালি অ্যাডভেঞ্চারপ্রেমীদের স্বর্গরাজ্য। 


পাহাড়ের চূড়া ছুঁয়ে ঘন জঙ্গলের মাথার উপর দিয়ে প্যারাগ্লাইডিং করে ডানা মেলে পাখির মতো ওড়ার মজাই আলাদা! এ ছাড়াও রয়েছে ট্রেকিং, ক্যাম্পিং করার সুযোগ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com