শিরোনাম
বাসশূন্য রাজধানী, ভোগান্তিতে সাধারণ জনগণ
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১০:০৪
বাসশূন্য রাজধানী, ভোগান্তিতে সাধারণ জনগণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রীর পদত্যাগ এবং নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আজ শনিবারও রাজধানীতে যাত্রীবাহী বাস চলছে না। যানবাহন ভাঙচুরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে বলে জানিয়েছে বাস মালিক সমিতি।


বাংলাদেশ সড়ক পরিবহন করপোরশেনের (বিআরটিসি) কয়েকটি বাস চলতে দেখা গেছে। সেগুলোতেও উঠতে হচ্ছে অনেক কষ্ট করে। ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


শনিবার সকাল সোয়া ৯টা পর্যন্ত মিরপুর রোড, রোকেয়া সরণি, সাতমসজিদ রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, মানিক মিয়া অ্যাভিনিউ, প্রগতি সরণি, এলিফ্যান্ট রোডে কোনো গণপরিবহন দেখা যায়নি।


এছাড়া দোলাইরপাড়, যাত্রাবাড়ী, গুলিস্তান, কাকরাইল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল ও পল্টন এলাকায় অফিস সময়ে অন্যান্য দিন যেখানে যানজট লেগে থাকে। সেখানে কোনো গণপরিবহন চোখে পড়েনি।


সড়কে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস চলাচল করছে। সেগুলোও অনেক কম। বেশি ভাড়াও অনেক দুর্ভোগে অফিস ও গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।


এদিকে শনিবার দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন মালিক-শ্রমিকদের অঘোষিত পরিবহন ধর্মঘট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন সঙ্কট দেখা গেছে।


অপরদিকে গণপরিবহনের সঙ্কটের সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছেন পাঠাও, উবার ও রিকশার চালকরা। ফলে শিক্ষার্থীদের আন্দোলনে ভাড়াভিত্তিক বাইকার ও রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে সাধারণ যাত্রীরা অভিযোগ করছে।


গত ২৯ জুলাই ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর থেকে তাদের বিক্ষুব্ধ সহপাঠীরা সড়কে নেমে এসে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com