
বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর বিষয়ে সহায়তার জন্য ঢাকার ‘সক্ষমতার’ প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
১৮ জুলাই, শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
স্টারলিংকের মূল প্রতিষ্ঠান— স্পেসএক্সের এ কর্মকর্তা বলেন, “বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে আমরা কার্যক্রম চালাই। আমরা কখনো (বাংলাদেশের মতো) এমন সক্ষমতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিনি।”
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, “স্পেসএক্সের সব সহকর্মীর পক্ষ থেকে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনার দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ব্যাপারে খুবই আগ্রহী।”
এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “এখন বর্ষাকাল চলে; সুন্দর একটা সময়। চারদিকে সবুজ আর পানি। একই সঙ্গে আমরা এ সময়টাতে বন্যা ও জলাবদ্ধতার চ্যালেঞ্জে পড়ি, যা কিনা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের জন্য একটা নির্ভরশীল প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে।
“আমাদের পার্বত্য এলাকার প্রত্যন্ত অঞ্চলেও উন্নত যোগাযোগ ব্যবস্থা জরুরি। এসব অঞ্চলে পর্যাপ্ত স্কুল, শিক্ষক ও চিকিৎসকের অভাব রয়েছে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্য হাতে নিয়েছি, যা বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।"
সমন্বিত স্বাস্থ্যসেবায় গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রাধান্য দিচ্ছি, যেন প্রত্যন্ত অঞ্চলের লোকজন চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন। তাদের স্বাস্থ্যের তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে, যা ভবিষ্যতে চিকিৎসা দেওয়ার বিষয়কে সহজ করবে।
“গর্ভকালীন স্বাস্থ্যসেবায় এটা বিশেষ গুরুত্বপূর্ণ, যখন চিকিৎসকের কাছে যেতে একজন নারীকে পুরুষের সহায়তা নিতে হয়। ডিজিটাল সেবা থাকলে নারী ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।”
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]