পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী 'এ' দল। ৮ উইকেটের বড় জয় পেয়েছে টাইগ্রেসরা।
ম্যাচের প্রথম ওভারে দুই উইকেট নিয়ে সুরটা বেঁধে দিলেন মারুফা আক্তার। পরে দারুণ বোলিংয়ে সঙ্গত করলেন নাহিদা আক্তার, রাবেয়া খাতুনরা। চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে অল্পতেই গুটিয়ে রান তাড়ায় সহজ জয় তুলে নিল বাংলাদেশ নারী ‘এ’ দল।
কলম্বোয় বৃহস্পতিবার দুই দলের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাটে-বলে আধিপত্য করে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ৫৬ রানে গুঁড়িয়ে ৫০ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলেছে সফরকারীরা।
নামে ‘এ’ দল হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে জাতীয় দলের সব ক্রিকেটার নিয়েই শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ। প্রস্তুতিটা ভালোই হয়েছে তাদের। পাঁচ টি-টোয়েন্টির সিরিজটি জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে।
বাংলাদেশের সফলতম বোলার রাবেয়া খান স্রেফ ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। দারুণ বোলিংয়ে দুটি করে শিকার ধরেন মারুফা, নাহিদা ও ফাহিমা খাতুন।
টস জিতে এদিন শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে চেপে ধরে বাংলাদেশ। প্রথম ওভারেই টপ অর্ডারের দুই ব্যাটারকে শূন্য রানে ফিরিয়ে দেন পেসার মারুফা। পরে অন্যরাও যোগ দেন উইকেট নেওয়ার উৎসবে।
পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো লঙ্কানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। এক ওভারে দুই শিকার ধরেন লেগ স্পিনার রাবেয়াও।
চরম ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল একজন। তিনিও খেলেছেন স্রেফ ১১ রানের ইনিংস।
প্রতিপক্ষকে অল্পতে থামানোর স্বস্তি উবে যায় দ্রুতই। জবাব দিতে নেমে প্রথম দুই ওভারে সাথি রানী ও মুর্শিদা খাতুনকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর অবশ্য দলকে আর কোনো বিপদ হতে দেননি দিলারা আক্তার ও নিগার সুলতানা।
১ ছক্কা ও ৪টি চারে ৩৪ বলে ৩৩ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন দিলারা। ২৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার।
এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই পঞ্চাশ ওভারের ম্যাচও খেলে বাংলাদেশ। যার প্রথমটি ভেসে যায় বৃষ্টিতে। প্রকৃতির বাধায় ২০ ওভারে নেমে আসা দ্বিতীয় ম্যাচে জিতেছিল সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ১৬.২ ওভারে ৫৪ (ভিহাঙ্গা ৯, পূর্ণা ০, ইমাল্কা ০, সান্দিপানি ৬, সান্দামিনি ৯, ওয়াথসালা ৬, মালশা ৬, নিসানসালা ০, ভিমুক্তি ১১, থারুকা ০, মাদুশানি ০*; মারুফ ৩-০-১৪-২, নাহিদা ৪-০-১০-২, সুলতানা ৩-০-১২-১, রাবেয়া ৩.২-০-৭-৩, ফাহিমা ৩-০-৯-২)
বাংলাদেশ নারী ‘এ’ দল: ১১.৪ ওভারে ৫৬/২ (সাথি ০, দিলারা ৩৩*, মুর্শিদা ৩, নিগার ১৪*; ভিমুক্তি ২-০-৫-১, মাদুশানি ২-০-৯-১, থারুকা ৩-০-১৮-০, মালশা ১-০-৫-০, ভিহাঙ্গা ২-০-৭-০, সান্দিপানি ১-০-৩-০, নিসানসালা ০.৪-০-৯-০)
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৮ উইকেটে জয়ী।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]