জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে কেউ ধানমন্ডি ৩২ নম্বরে কেউ প্রবেশ করতে পারছেন না।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে সোয়া ৮ টা পর্যন্ত দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ' মানুষ ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অবস্থান নিয়েছেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বিচ্ছিন্নভাবে কয়েকজন আসলেও আন্দোলনকারীদের বাধার মুখে তারা কেউ ভেতরে যেতে পারেননি।
সোয়া ৮টা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের কয়েকবার টহল দিতে দেখা গেলেও কোনো সদস্যকে অবস্থান নিতে দেখা যায়নি। আন্দোলনকারীরা প্রায়ই লাটিসোটা নিয়ে অবস্থান নিয়েছেন।
বিবার্তা/সোহেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]