
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বৃহত্তর কুষ্টিয়ায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
১৭ জুন, সোমবার বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া শহরের কুটিপাড়াস্থ মডেল সমজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এসময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল উপস্থিত ছিলেন।
গার্ড অব অর্নার শেষে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বীর যোদ্ধাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে জানাযা শেষে কুষ্টিয়া পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানা যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, সাংগঠনিক সম্পাদক চিকিৎসক নেতা ডা. আমিনুল হক রতন, চেম্বার নেতা ও বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা জাসদের সভাপতি হাজী মহসিন আলীসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল জলিল সোমবার ভোর ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
বিবার্তা/শরীফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]