উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ নির্বাচন কমিশনারের
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ২২:৪৭
উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ নির্বাচন কমিশনারের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আহসান হাবিব খান।


২ এপ্রিল, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।


তিনি বলেন, মাঠপর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও শক্তিশালীভাবে তাদের কাজ করে, তবে কোথাও কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। আমরা সুন্দর এবং স্বচ্ছভাবে আগামী ৬ষ্ঠ উপজেলা নির্বাচন উপহার দিতে চাই ।


এর আগে সকাল ১১টায় ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর মোট ৫টি জেলার ডিসি-এসপি, নির্বাচন কমিশনসহ মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।


এসময় ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম উল আহসানসহ ৪ জেলার ডিসি, এসপি উপস্থিত ছিলেন।


নির্বাচন কমিশনার আহসান হাবীব জানান, বিগত নির্বাচনে যারা প্রশ্নবিদ্ধ হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদেরকে নির্বিঘ্নে, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত ও ভোট প্রদানের সুষ্ঠু পরিবেশ তৈরিতে যা যা করার স্থানীয় প্রশাসন তাই করবে। কোন ভাবেই যেন ভোটাররা যেন অসন্তষ্ট ও ভীতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে।


তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। খুব স্বাভাবিকভাবেই নির্বাচন আরও সুন্দর হবে বলে তিন দাবি করেন।


বিবার্তা/রায়হান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com