
দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে না পারলে তদবির করেও পদ থাকবে না বলে পেট্রোবাংলার কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পেট্রোবাংলায় অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় জ্বালানির অনুসন্ধানে জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হয়েছে। এরপরও গ্যাস উৎপাদন বাড়ছে না। ফলে বাধ্য হয়ে সরকার বেশি দামে এলএনজি আমদানি করছে। এতে ভোক্তা ও অর্থনীতির ওপর ক্রমাগত চাপ বৃদ্ধি পাচ্ছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজস্ব গ্যাস অনুসন্ধানের বিকল্প নেই জানিয়ে নসরুল হামিদ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কুপ খনন করতে যত টাকা লাগে তার ব্যবস্থা সরকার করবে৷ আপনারা ব্যাপকভিত্তিক অনুসন্ধান করেন।
অনুষ্ঠানে পেট্রোবাংলার প্রেজেন্টেশনে বলা হয়, গ্যাসের উৎপাদন বাড়াতে আগামী ২০২৮ সালের মধ্যে ১০০টি গ্যাস কুপ খনন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]