
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জীবন ধারণের জন্য সার্বিক খরচ বেড়ে গেলেও বিদেশি অনুদানের পরিমাণ কমে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। এ অবস্থায় অনুদান বাড়ানোসহ রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেকজান্ড্রা বের্গ ভন লিনডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।
মহিববুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ সার্বিক খরচ বাড়লেও বিদেশি অনুদান কমছে। এ পরিস্থিতিতে অনুদান বাড়ানোসহ দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে ভূমিকা রাখতে সুইডেনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি ও তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কোনো উদ্বেগ নেই। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]