
বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে মিয়ানমারের সিত্তেতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট শিগগিরই অস্থায়ী ভিত্তিতে ইয়াঙ্গুনে স্থানান্তর করা হবে।
১১ ফেব্রুয়ারি, রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইতোমধ্যেই মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। প্রক্রিয়া চলছে।
সিত্তেতে অবস্থিত অন্যান্য বিদেশি মিশনগুলোও নিরাপত্তার কারণে ইয়াঙ্গুনে স্থানান্তর করা হচ্ছে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ শনিবার (১০ ফেব্রুয়ারি) বলেছেন, দুই দেশের আলোচনার পর বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]