শিরোনাম
২য় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৬
২য় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে শুনানিতে দ্বিতীয় দিনে ১০০ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিকে বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা ফেরত পায়নি ৪১ জন। সিদ্ধান্ত জানানো হয়নি ৮ জনের।


১০ ডিসেম্বর, রবিবার নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা যায়।


প্রথম দিনে ৫৭ জন প্রার্থিতা ফিরে পায়। সেখানে ৩২ জন নামঞ্জুর ও সিদ্ধান্ত হয়নি ৬ জনের। ফলে দুইদিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৮ জন।


রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর শুনানি আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।


ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রবিবার)।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com