
লিবিয়ার ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন ১৪৩ জন বাংলাদেশি। সেখানকার বাংলাদেশি দূতাবাসের দীর্ঘ চেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ত্রিপলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে।
২৮ নভেম্বব, মঙ্গলবার ভোর ৫টায় একটি চার্টার্ড ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছায়। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
এ সময় আইওএমের পক্ষ থেকে অসহায় বাংলাদেশিদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্যসমগ্রী উপহার দেয়া হয়।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টায় এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এর ধারাবহিকতায় আগামী ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর আরো ৩৭৩ জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে প্রত্যাবাসন করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]