বেসরকারি হজযাত্রীদের ৩ দিনের মধ্যে ভিসা করানোর নির্দেশ
প্রকাশ : ৩১ মে ২০২৩, ২১:১৪
বেসরকারি হজযাত্রীদের ৩ দিনের মধ্যে ভিসা করানোর নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী তিনদিনের মধ্যে বেসরকারি এজেন্সির মাধ্যমে যারা হজে যাবেন তাদের ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবে অতি দ্রুত ভিসা লজমেন্ট প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তাই এ সময়ে মধ্যে যারা ভিসা করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে মন্ত্রণালয়।


বুধবার, ৩১ মে ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।


এতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হয়েছে। তবে বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে হজযাত্রীদের ভিসা করার হার ৫১.১ শতাংশ। সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, রাজকীয় সৌদি দূতাবাস ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) গভীর উদ্বেগ জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দ্রুততম সময়ে হজযাত্রীদের জন্য ভিসা করতে বার বার তাগিদ দিয়েছে।


হজ ব্যবস্থাপনা একটি সময়াবদ্ধ বিষয়। এক্ষেত্রে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ এর প্রতি সম্মান দেখানো আবশ্যক। বেসরকারি এজেন্সিগুলোকে আগামী তিনদিনের মধ্যে তাদের হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


নির্ধারিত সময়ের মধ্যে ভিসা করতে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে হজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


অনেক এজেন্সি এখনো হজযাত্রীদের পিআইডি প্রদান সম্পন্ন করেনি মর্মে মন্ত্রণালয়ে অভিযোগ জমা হয়েছে। এজেন্সিগুলোকে আজকের মধ্যে হজযাত্রীদের পিআইডি প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ব্যর্থতায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


কয়েকটি হজ এজেন্সি হজযাত্রীদের সঙ্গে প্যাকেজ মূল্য সংক্রান্ত লেনদেন সম্পন্ন করেনি। কিংবা মুদ্রার বিনিময় হার বৃদ্ধির কারণে হাব কর্তৃক ঘোষিত প্যাকেজের চেয়ে অধিক মূল্য দাবি করছে মর্মে মন্ত্রণালয়ে অভিযোগ জমা পড়েছে। এসব এজেন্সিগুলোকে আজকের মধ্যে সমস্যা সমাধান করে হজযাত্রীদের পিআইডি প্রদান করতে হবে। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


অনেক এজেন্সির বিরুদ্ধে হজযাত্রী সংগ্রহ ও আর্থিক লেনদেন সংক্রান্ত কয়েকটি অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে। এসব এজেন্সিগুলোকে অনতিবিলম্বে এই সমস্যা অভিযোগের সমাধান করার জন্য অনুরোধ করা হলো। ব্যর্থতায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে এ বিষয়ে তাদের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে।


বিবার্তা/ সউদ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com