২৫ মার্চ গণহত্যা সংবিধানের অংশ হওয়া প্রয়োজন: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম
প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ১৬:২৭
২৫ মার্চ গণহত্যা সংবিধানের অংশ হওয়া প্রয়োজন: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২৫ শে মার্চ গণহত্যা সংবিধানের অংশ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।


শনিবার (২৫মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গণহত্যার 'সাংবিধানিক এবং আন্তর্জাতিক স্বীকৃতিদান, 'গণহত্যার অস্বীকৃতি আইন প্রবর্তন ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা এবং স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী জামাত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সাদ্দাম হোসেন বলেন, আন্তর্জাতিকভাবে গণহত্যার শিকার হওয়া অন্যতম ছাত্রসংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ মনে করে ইউরোপের ঘটে যাওয়া হলোকাস্ট কিংবা পৃথিবীর অপরাপর দেশে যুদ্ধাপরাধীদের ঘটনা, আন্তর্জাতিক আইন বিরোধী লঙ্ঘনে যেসব ঘটনা ঘটেছে তা যেভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ঠিক তেমনি আমাদের একাত্তরের ত্রিশলাখ মানুষের জীবনহানির স্বীকৃতি আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা প্রয়োজন।


তিনি বলেন, বাংলাদেশের ছাত্রআন্দোনের কর্মী হিসেবে বাংলাদেশ সংবিধানের গণহত্যার বিষয়টি আলাদা একটি অনুচ্ছেদ আকারে স্বীকৃতি দেওয়া হয়। যখন আমরা দেশিও আইনে নিশ্চিত করতে পারবো তখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।


তিনি আরো বলেন, সরকারের দাবী জামায়াত-শিবিরকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে।


অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়নসহ আরো অনেকে।


বিবার্তা/ফারুক/নয়ন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com