বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না: জয়
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০১:২৬
বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না: জয়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আশ্রয়ণ প্রকল্প সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন।


ক্যাপশনে তিনি লিখেন, ‘গৃহহীনের আশর আলো- জননেত্রী শেখ হাসিনা। গৃহহীন আরও ৪০ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।’


সজীব ওয়াজেদ জয় আরও লিখেন, ‘বর্তমানে দেশের ৯টি জেলা ও ২১১টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪ মেয়াদে এখন পর্যন্ত উপকারভোগীর সংখ্যা ৩৮ লাখ ৫৬ হাজার ৫০৫ জন।’


বুধবার (২২ মার্চ) গৃহহীনদের হাতে বিনামূল্যে আরও ৩৯ হাজার ৩৬৫টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী বাড়ি হস্তান্তর করেন। সেই সঙ্গে সারা দেশে আরও ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন।


আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে আজ পর্যন্ত মোট ৭ লাখ ৭১ হাজার ৩০১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com