শিরোনাম
শহর জুড়ে ফুলের সুবাস, বসন্ত বাতাসে বইছে প্রণয়
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৬
শহর জুড়ে ফুলের সুবাস, বসন্ত বাতাসে বইছে প্রণয়
সানজিদা আক্তার
প্রিন্ট অ-অ+

বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনের লক্ষ্যে রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে ফুলের দোকানের ছড়াছড়ি। রাস্তার উপরে ছোট ছোট দোকান দিয়ে বসেছে উঠতি বয়সীরা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের পাশাপাশি মৌসুমী ব্যবসায়ীরা ফুলের পশরা সাজিয়েছে শহর জুড়ে।


এসব দোকানে বসন্ত বরণ ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ইতিমধ্যেই কেনাকাটা জমে উঠেছে। কথা হয় রাশেদের সাথে যিনি এরকম একটি দোকানের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর ৬২নং ওয়ার্ড দনিয়া এলাকায়। তিনি বিবার্তাকে জানান, আসলে এটা আমার রেগুলার ব্যবসা না। আমি নানা দিবসে ফুলের ব্যবসা করি। প্রতিবছর ফুল বিক্রি করে ভালোই লাভ হয়। আমার কাছে যারা বেশি আসে তাদের বেশিরভাগই তরুণ বয়সী। বিশেষ করে তাদের চাহিদা থাকে গোলাপ ফুলের। গোলাপ সর্বনিম্ন ১০০ করে বিক্রি করছি।


মোহাম্মদ হাসান ফুল কিনতে এসেছিলেন শাহবাগে ফুলের পাইকারি দোকানে- এলাকায় ছোট করে ব্যবসা করবেন বলে। তিনি বিবার্তাকে জানান, গতবারের তুলনায় এবারের দাম কিছুটা হলেও বেশি৷ বেশি দামে কিনছি, তাই বেশি দামেই বিক্রি করতে হবে। আবেগের ব্যাপার তো, তাই মানুষ দাম নিয়ে খুব বেশি ভাবে না। তাই ফুল বিক্রি করতে খুব বেশি বেগ পেতে হয় না।


মাসুদ ও সিজা- একে অপরকে ভালোবাসে। ফুল কিনতে এসেছিলেন বংশালের একটি ছোট্ট ভাসমান ফুলের দোকানে। বিবার্তার এই প্রতিবেদকের সাথে কথা হয় তাদের। তারা বিবার্তাকে বলেন, এবছর আসলেই ফুলের দাম অনেক বেশি। যে গোলাপ সাধারণত ১০ থেকে ১৫ টাকায় কিনি। সেটা এবার তারা ১০০ থেকে ২০০ টাকা করে চাচ্ছে। ভালোবাসার মানুষকে উপহার দিব, তাই দাম নিয়ে বেশি ভাবছি না। তবে এই দামে সবাই কিনতে পারবে না।


পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ৩০০ কোটি টাকা ফুল বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ফ্লাওয়ার্স অ্যাসোসিয়েশন। বরাবরের মতো এ বছরও ফুলের উৎপাদন ভালো হওয়ায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ফুল সরবরাহ করা যাবে বলে দাবি সংশ্লিষ্টদের।


ফুলের দাম এবং বিক্রির পরিমাণের বিষয়ে শাহবাগের পাইকারি বিক্রেতারা বিবার্তাকে জানান, এ বছর ফুলের দামটা একটু বেশি। প্রতি পিস আগের চেয়ে ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়তি। তবে এ বছর বোঝা যাচ্ছে বাজারটা ভালো যাবে।


ওয়াহিদা পুষ্পালয়ের মালিক শেখ কাউসার বিবার্তাকে বলেন, গত বছর এই সময়টাতে দিনে ৪ থেকে ৫ লাখ টাকা বিক্রি করছি। এবার বিক্রির পরিমাণ দৈনিক ৮ থেকে ১০ লাখ টাকা যাবে। বাজার ভালো যাওয়ায় শাহবাগের ফুল ব্যবসায়ীরা বেশ খুশি।


দেশের সবচেয়ে বড় বসন্ত উৎসবের আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণে। প্রতি বছর বসন্ত ঋতুকে স্বাগত জানাতে পহেলা ফাল্গুন 'বসন্ত বরণ' উৎসব হ এখানে। কিন্তু করোনা মহামারির কারণে চলতি বছর 'বসন্ত বরণ' উৎসবটি এখানে না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।


এবার জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ চারুকলার পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে এ উৎসবের আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে 'বসন্ত উৎসব'। আজ বিকেল ৪টায় একাডেমির নন্দন মঞ্চে আলোচনা সভা দিয়ে শুরু হবে অনুষ্ঠানটি।


অভিজাতদের জন্য আছে আলাদা আয়োজন


প্রিয়জনকে নিয়ে ভালোবাসা দিবস উদযাপনে নানা আয়োজন করেছে রাজধানীর তারকামানের হোটেলগুলো। ভালোবাসার মানুষকে নিয়ে রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারসহ নানা ধরনের অফার রয়েছে হোটেলগুলোতে।


ইন্টারকন্টিনেন্টাল ঢাকা


পৃথিবী বদলে গেছে, কিন্তু অনুভূতি রয়ে গেছে একই রকম। সীমাহীন স্বপ্ন, আশা আর অপার সম্ভাবনায় ভ্যালেন্টাইন্স ডে-তে আগের মতোই ভালোবাসা উদযাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে এই হোটেলটি। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করতে রয়েছে লাইভ মিউজিক আর ‘অ্যাকুয়া ডেক’ বারবিকিউ ব্যুফে ডিনার। এজন্য জনপ্রতি খরচ হবে ৬ হাজার ৫০০ টাকা।


লা মেরিডিয়ান ঢাকা


লা মেরিডিয়ান ঢাকা প্রিয়জনের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপনের আয়োজন করেছে । প্রিয়জনের সঙ্গে ছয় কোর্স সেট মেন্যু থাকছে। প্রতি কাপলের জন্য খরচ হবে ১৯ হাজার ৫০০ টাকা।


রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল


ভালোবাসা দিবস উপলক্ষ্যে এই হোটেলে রয়েছে নানান আয়োজন। রেঁস্তোরায় লাইভ রোমান্টিক জ্যাজ ব্যান্ড এবং সাত কোর্সের ডিনার উপভোগ করা যাবে।


আমারি ঢাকা


ভালোবাসা দিবসের পাশাপাশি বসন্ত উদযাপনে নানান খাবার আয়োজন করছে হোটেলটি। বাসন্তী আয়োজনে থাকছে হরেক রকমের ভর্তা, হাঁস ভুনা, ইলিশ, বাংলা খাবসা, মাছের ঝোল, স্ট্রিট ফুড এবং ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টান্নের সমাহার। আর থাকছে একটি কিনলে দুটি ফ্রি অফার। আমারি ঢাকা রেস্তোরাঁয় সেট মেন্যু পাওয়া যাবে। এছাড়া দম্পতিদের জন্য রুম ভাড়ার ওপরে থাকছে বিশেষ ছাড়।


বিবার্তা/সানজিদা/রোমেল/বিএম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com