‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার’
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭
‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে সরকার’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে তার সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য নতুন বিনিয়োগ ভবণ নির্মাণ করা হয়েছে।


রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ক্রয়মূল্য দিলে গ্যাস -বিদ্যুৎ পাওয়া যাবে। বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দা বিবেচনা করে এগিয়ে যেতে হবে। গত ১৪ বছরে আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছি।


ব্যবসায়ীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ করে নিজে লাভবান হন একই সঙ্গে দেশকেও লাভবান করুন।


প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি অত্যধিক বেড়েছে। তবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে।


তিনি বলেন, বাংলাদেশ পারে। বাঙালি পারে। আমরা পদ্মা সেতু করেছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। জনগণ আমার পাশে দাঁড়িয়ে ছিল।


প্রধানমন্ত্রী বলেন, আমরা মেট্রোরেল, পাতাল রেল, এক এক করে অনেক কিছু করছি। তিনি বলেন, ৬৩টি বিনিয়োগ সেবা সংযোজন করা হয়েছে। আমরা ১০০টা অর্থনৈতিক অঞ্চল করছি।


তিনি বলেন, বাংলাদেশের সম্ভবনা হলো যুব সমাজ। তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। দক্ষ মানব তৈরিতে আমরা চেষ্টা করছি।


সরকার প্রধান বলেন, আর ভর্তুকি সম্ভব নয়, উৎপাদন খরচ দিলে গ্যাস ও বিদ্যুতের যোগান নিশ্চিত করা যাবে।


নবনির্মিত বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com