
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী দুই মাস রাতে পাঁচ ৫ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। রানওয়ের লাইটিং ব্যবস্থা সংস্কারের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত ২টা থেকে শুরু হবে এই সংস্কার কাজ। বিমানবন্দর কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রুপ ক্যাপ্টেন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবার মান বাড়াতে রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপন করা হবে। এজন্য ২ ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরের রানওয়ে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই শিডিউল বলবৎ থাকবে। এজন্য সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা বেশি থাকবে।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]