‘সিসি ক্যামেরা ছাড়াই ছয় আসনে উপনির্বাচন’
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:৩৮
‘সিসি ক্যামেরা ছাড়াই ছয় আসনে উপনির্বাচন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা ছাড়াই ছয় আসনে ভোটের ব্যবস্থা করেছে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


ছয় আসনে ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ইসি আনিছুর রহমান বলেন, যথারীতি আগে অন্যান্য জায়গায় যে রকম সব প্রস্তুতি আছে। খালি একটাই নাই সিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই। বাকি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


তিনি বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার সব ধরণের প্রস্তুতি আমরা নিয়েছি। ভোটকেন্দ্রে নিরিবিচ্ছন্নভাবে সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে। ইভিএমে ভোট দেয়ার জন্য ভোটার এডুকেশন যথেষ্ট করা হচ্ছে।


আগামীকাল সুষ্ঠু সুন্দর পরিবেশে সুষ্ঠু সুন্দর ভোট হবে বলে আশা প্রকাশ করেন এই কমিশনার।


শূন্য হওয়া এই ছয় আসনে গত ১৬ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামীকাল ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


বিবার্তা/সানজিদা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com