ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী আসিফ আত্মগোপনে: ইসি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ১৫:০৪
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী আসিফ আত্মগোপনে: ইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদ আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, 'পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে যেগুলো ভাইরাল হয়েছে তাতে মনে হচ্ছে আত্মগোপনে আছে। 'তবে সরকারি কোনো বাহিনী এ কাজটা করে নাই বলে জানান নির্বাচন কমিশনার আনিছুর রহমান। প্রার্থী খুজে না পাওয়ায় ভোটের মাঠে নতুন মেরুকরণ হবে না বলে মনে করেন এই কমিশনার।


বিএনপির সাংসদের পদত্যাগে শূন্য হওয়া ৬ আসনে আগামীকাল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের একদিন বাকী। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রার্থী আবু আসিফ আহমেদকে পাওয়া যাচ্ছে না।


পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার রাত থেকে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। তিনি নিখোঁজ রয়েছে। বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপের প্রসঙ্গ টেনে এই কমিশনার বলেন, 'সেখানে যে কথাবার্তাগুলো অন্যান্য যে মিডিয়ার সাথে কথা বলেছে তাতে তো মনে হয় এরকম একটা পরিকল্পনা আগেই করা ছিল। সেটাই ঘটেছে এরকম অনুমান করতে কোনো ইয়ে নেই।'


নিখোঁজ প্রার্থীকে বের করার নির্দেশ ছিল জানিয়ে এই কমিশনার বলেন, 'গণমাধ্যমের সামনে এসে সে বলবে কোথায় কিভাবে গিয়েছিল। আমাদের কাছে এটুকু তথ্য আছে সরকারি কোনো বাহিনী এ কাজটা করে নাই।'


আনিছুর রহমান বলেন, 'একটা লোক যদি কেউ লুকিয়ে থাকে ইচ্ছা করে তাহলে তাকে বের করাটা একটু ডিফিকাল্ট।'


নির্বাচন কমিশনের কাছে যে তথ্য উপাত্ত আছে তার উপর ভিত্তি করে এই কমিশনার বলেন, 'তাতে এরকমই ধারণা জন্মে সম্ভবত সে... অডিওটা যে শুনেছি। সেই অডিওতে এরকমই আছে। তার স্ত্রীর নামে তিনি তার কণ্ঠে নির্দেশনা দিচ্ছিলেন কি নিয়ে যেতে হবে। সিসি ক্যামেরা বন্ধ করে দিতে বলেছে। ১০ মিনিট পরে বের হয়ে গেলে চালু করতে তার মানে কি? মানে হচ্ছে একটা পরিকল্পনা তারা করেছে। এটাই আমরা অনুমান করছি। এরকম মনে হচ্ছে।


নিখোঁজ প্রার্থীর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে দাবি করে এই কমিশনার বলেন,'নিজের গুরুত্ব বাড়ানোর জন্য। তিনি নিজেও বলেছেন তাকে হুমকি দেয়া হচ্ছে।'


রিপোর্ট প্রসঙ্গে জানতে চাইলে এই কমিশনার বলেন, 'রিপোর্টে বলা আছে সে নিখোঁজ। নিখোঁজ আর আত্মগোপন সমার্থকই বলা যায়। নিজেও নিখোঁজ হতে পারে। কেউ আটক করে করতে পারে। পারিপার্শ্বিক যে কথাগুলো আসছে যেগুলো ভাইরাল হয়েছে তাতে মনে হচ্ছে আত্মগোপনে আছে।'


প্রার্থী খুঁজে না পাওয়ায় ভোটের মাঠে ভিন্ন মেরুকরণ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমার মনে হয় না তেমন কিছু হবে। খুব বেশি যে প্রভাব পড়বে এরকম কিছু না। কারণ তিনি থাকতেন তাতে কি হবে না থাকলে কি হবে। তার স্ত্রী তার পক্ষে সব কাজ করে যাচ্ছেন।'


আবু আসিফ আহমেদ কোথায় আছে সেটা একবার লোকেট করা গিয়েছিল জানিয়ে এই কমিশনার বলেন,' পরে আর লোকেট করা যায় নাই। যেহেতু তার ব্যবহারিত লোকেশন সুইচ অফ ছিল। পুলিশ র‍্যাবসহ অন্যান্য এজেন্সী প্রচেষ্টা অব্যাহত রেখেছে।'


বিবার্তা/সানজিদা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com