
করোনায় আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। সোমবার (২৭ জুন) দুপুরে বেগম রাশেদা সুলতানা নিজেই মুঠোফোনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। ওই পরীক্ষাতে করোনা পজিটিভ আসে। যে কারণে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিতে পারিনি। গত বৃহস্পতিবার থেকে বাসায় আইসোলেশনে আছি এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছি।
রাশেদা সুলতানা আরো জানান, আমি সুস্থ আছি। জ্বর, ঠান্ডা, কাশি বা অন্য কোনো উপসর্গ নেই। ১০ দিন পর আবার করোনা টেস্ট করা হবে।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]