
দেশে ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত বন্যায় মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই ৪৮ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে। এ বিভাগে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেটে। জেলাটিতে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মারা গেছে যথাক্রমে ১ ও ৩ জন।
সিলেটের পর বন্যায় ময়মনসিংহ বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে ১৮ জন মারা গেছে। এ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় ৫জন করে মারা গেছে। বাকি ৩ জন মারা গেছে শেরপুর জেলায়।
এদিকে রংপুর বিভাগের কুড়িগ্রামে ৩ জন ও লালমনিরহাটে ১ জন মারা গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বন্যা উপদ্রুত এলাকায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে। এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। আর বজ্রপাতে মারা গেছে ১৪ জন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]