
আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। আর রাজধানী ঢাকা ও খুলনা বিভাগের তাপমাত্রা শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (২৩ মে) আবহাওয়া অধিদফতরের তথ্য বলছে, ছয় বিভাগের চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি তুলনামূলক কম হতে পারে।
এ ছাড়াও খুলনা ও ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে, তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগামী দুদিন তাপমাত্রা বাড়তির দিকে থাকবে। তবে দুদিন পর থেকে আবারো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের সবশেষ রেকর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে দেশে বজ্রবৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এবং আগামী পাঁচ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]