নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন
প্রকাশ : ৩০ মে ২০২৩, ২২:০১
নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ) -এর নতুন সভাপতি হয়েছেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক মো. নজমূল হক সরকার ও সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন।


শনিবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির নতুন সহ সভাপতি আলী মাহমুদ (দৈনিক দিনকাল), সহ সভাপতি জহিরুল ইসলাম (নিউটার্ন টুয়েন্টিফোর ডট কম). যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ আবু আলী (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা (বাংলা ট্রিবিউন), দপ্তর সম্পাদক নির্মল বর্মন (দৈনিক সময়ের আলো), তথ্য ও প্রচার সম্পাদক শাহাদাত স্বপন (দৈনিক কালের কণ্ঠ), ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক জিয়াউল হক সবুজ (বাংলা ভিশন টিভি)।


কমিটির নির্বাহী সদস্যরা হলেন, আবু ইউসুফ (দৈনিক সংগ্রাম), খায়রুজ্জামান কামাল (বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস), মজিবুর রহমান চৌধুরী (বাংলাদেশ প্রতিদিন), শফিক আহমেদ (একাত্তর টিভি), জামিউল আহসান সিপু (দৈনিক ইত্তেফাক), শামছুল আলম সেতু (দৈনিক জনকণ্ঠ), আঞ্জুমান আরা মুন (দৈনিক করতোয়া), শামছুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), বাতেন বিপ্লব (এশিয়ান টিভি), এম এ মান্নান (বাংলাদেশ বেতার) ও মনোরমা আক্তার (বাংলাদেশ জার্নাল)।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com