
রাজধানীর বাড্ডা লিঙ্ক রোড এলাকার একটি বাসা থেকে সৌরভ মাহমুদ নুর নামের এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা মরদেহ উদ্ধার করেন তার সহকর্মী ও আশপাশের ফ্ল্যাটের লোকজন।
উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সৌরভ মাহমুদু নুরকে মৃত ঘোষণা করেন। তার বয়স ২২ বছর।
সৌরভ নিউজ২৪বিডি ডটনেট নামের একটি অনলাইন নিউজপোর্টালে সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের সহকর্মী সৈকত আমিন বলেন, ‘আমরা দুজন বাড্ডা লিংক রোডের ৬৬৩ নম্বর বাসায় সাবলেট থাকি। সৌরভকে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় আশপাশের ফ্ল্যাটের লোজদের নিয়ে দরজা ভেঙে ভেতরে যাই। সে সময় ফ্যানের সঙ্গে মাফলার প্যাঁচানো অবস্থায় তাকে দেখতে পেয়ে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কালিঝুলি গ্রামে। তার বাবা মোহাম্মদ শাহজাহান মাহমুদ।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]