নাট্যশালার মঞ্চে শিশুদের অনবদ্য পরিবেশনা ‘বীরপুরুষ’
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১৭:৩৭
নাট্যশালার মঞ্চে শিশুদের অনবদ্য পরিবেশনা ‘বীরপুরুষ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একটা ছোট ছেলে কল্পনাবিলাসী। কারও কাছে সে মাথা নোয়াতে অপ্রস্তুত। অকুতোভয় সেই বীর মাকে ভীষণ ভালোবাসে। মায়ের বিপদে তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে।


খোকা কল্পনা করে বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে...। ‘বীরপুরুষ’ নাটকে এমন কিছু দৃশ্যই নিপুণভাবে ফুটিয়ে তোলে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার শিক্ষার্থীরা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘বীরপুরুষ’ থেকে অনুপ্রাণিত; যেখানে একজন শিশুর ভয় জয় করে সাহসিকতার উদাহরণ স্থাপনের গল্প তুলে ধরা হয়েছে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় স্কুলটি তাদের প্রথম বার্ষিক নাট্য প্রদর্শনী আয়োজন করে। শুরুতেই ছিল এসএম রায়হানুল আলমের কোরিওগ্রাফিতে নৃত্যাল্লেখ্য ‘আনন্দ ধারা বহিছে ভুবনে’।


প্রায় ৪০ মিনিটের ‘বীরপুরুষ’ নাটকটি নির্দেশনা দিয়েছেন কার্ডিফের নৃত্য ও নাট্য শিক্ষিকা পারিসা আফরোজ। এতে মায়ের চরিত্রে ইন্দ্রাক্ষী দাস মজুমদার ও বীরপুরুষ চরিত্রে অভিনয় করেছে যথাক্রমে আয়েশা নুসরাত, রাফিদ ইউনুস ও হাফসা।


নাটকটির অন্যান্য চরিত্রে রয়েছে আয়েশা নুসরাত, শাইস্তা ওয়াহুজ শিরোপা, মাহরিন যারা, মাহীরা আরিয়া, ইনায়া, মানহা, ওয়াসি, ফাবিয়ান, তাজবীর, ফাইয়াদ, সারিনা, আরিবা, ফাতেমা নামিরা, সুমাইজা, আরিশা, আলায়না, সাবা, ইরা, যারা, সারা মির্জা, ফারহান, আয়ান, আহনাফ, মাহরিন, কেয়ান, রাইয়ান, সামিন, অগ্নি, সারিনা, আরুশা, ইজানা, রুহি, রাকিব প্রমুখ।


নাট্য প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান অভিনেতা ও পরিচালক এবং প্রাচ্যনাটের প্রতিষ্ঠাতা আজাদ আবুল কালাম।


স্কুলের শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘শিল্পকলার মঞ্চ বাংলাদেশের সবচেয়ে বড় ও পেশাদারি মঞ্চ। এখানে আমিও অভিনয় করি। সেখানে আমি যখন দেখি কেজি অথবা নার্সারির শিশুরা অভিনয় করছে তখন আমার কাছে এটি খুবই চ্যালেঞ্জিং মনে হয়েছে। সে তো আমার সঙ্গে ফাইট করেছে! খুব ভালো অভিনয় করেছে শিশুরা। কার্ডিফ স্কুল তাদের প্রথম প্রযোজনা হিসেবে নির্বাচন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। এটি ভালো সিদ্ধান্ত। আমরা দেখেছি শিশুরা বইয়ের বোঝার মধ্যে বড় হতে থাকে। বইকেন্দ্রিক যে শিক্ষা তা বড় বিষয় নয়; আসলে শিক্ষা হচ্ছে তার চারপাশের জগৎ। দুনিয়াটা যে বিরাট একটা বই, সেটা অনেকেই ভুলে যায়। সেই বইয়ের একটা অংশ হচ্ছে শিল্প ও সংস্কৃতি। শিশুদের শিকড়ের সঙ্গে কানেকশন জরুরি।’


আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান সুরাইয়া আকতার রিনা, দৈনিক সমকালের উপসম্পাদক মাহবুব আজীজ, সিটি ব্যাংকের পি.আর ও মিডিয়া ম্যানেজার আলপনা আখতার, প্রাচ্যনাটের অভিনেতা-পরিচালক তৌফিকুল ইমন। স্কুলের প্রিন্সিপাল আয়শা শারমিন চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।


জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘সারাক্ষণ শুধু পড়া আর পড়া। বলতে গেলে বইয়ের ভেতরে শিশুরা ডুবে থাকে। এটি ঠিক নয়। পড়াশোনার পাশাপাশি শিশুদের এক্সট্রা কারিকুলামের সঙ্গে যুক্ত হতে হবে। শিশুদের মেধার বিকাশ ঘটাতে নানা সাংস্কৃতিক আয়োজন জরুরি, যা শুরু করেছে কার্ডিফ স্কুল। স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।’


নাটকটি শিশুদের আত্মবিশ্বাসের জায়গায় ইতিবাচক পদক্ষেপ উল্লেখ করে সমকালের উপসম্পাদক মাহবুব আজীজ বলেন, ‘আমাদের বড় অবলম্বন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, প্রতিরোধ এবং নিস্পাপ হৃদয়– এই তিনের যে মেলবন্ধন আমরা দেখলাম, তা আমার মধ্যে অনেক বেশি পাঠস্ফলন বোধ জাগ্রত করল। ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি আমরা ছোটবেলা অনেকেই পড়েছি। নাটক মাত্রই তো মঞ্চে দাঁড়িয়ে শুধু কথা বলা নয়। এটি আমাদের শিশুদের বেড়ে ওঠার কালে একটি বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। তাদের আত্মবিশ্বাসের জায়গায় বড় একটি ইতিবাচক পদক্ষেপ এই নাটক। স্কুলের প্রতি অনুরোধ থাকল তাদের আর দশটি কাজের সঙ্গে নাটকটিকে যেন তারা পাশে রাখেন। এটি শিশুদের আত্মবিশ্বাস বাড়াবে। মানুষের সামনে চোখে চোখ রেখে কথা বলতে শেখাবে। মানুষের সবচেয়ে বড় শক্তি প্রতিরোধের শক্তি। নাটকে যে প্রতিরোধের শক্তি দেখলাম, আগামীর শিশুদের মধ্যে সে শক্তি আমরা দেখতে চাই।’


অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক আসাদুজ্জামান ও ইভানা হক।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com