ছায়ানটের আয়োজনে শ্রোতার আসর
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১২:১৫
ছায়ানটের আয়োজনে শ্রোতার আসর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংস্কৃতিচর্চা কেন্দ্র ছায়ানটের আয়োজনে শ্রোতার আসর অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ১১টি পরিবেশনা নিয়ে এ আসর অনুষ্ঠিত হয়।


সবার জন্য উন্মুক্ত এই আসরে সংগীত পরিবেশন করেন কিরণ চন্দ্র রায় ও ফারজানা আফরিন। ‘মন তো বসে না গৃহ কাজে সজনি’, ‘নিটোল পায়ে রিনিঝিনি’ ও ‘আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’–এর মতো জনপ্রিয় পাঁচটি গান পরিবেশন করেন সুরকার ও কণ্ঠশিল্পী কিরণ চন্দ্র রায়।


বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী সন্‌জীদা খাতুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা শুরু করেন কিরণ চন্দ্র রায়। এ সময় তিনি দেশের বাউলগানের ইতিহাস তুলে ধরেন। আলোচনার একপর্যায়ে আশির দশকে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বাউলগান পরিবেশনার স্মৃতিচারণা করেন তিনি। দেশে সেদিনই প্রথম তিনি বাউলগান জনসম্মুখে পরিবেশন করেছিলেন।


শ্রোতার আসরের শুরুতে ‘দয়া না করিলে তুমি অনাথের’, ‘আমার যেমন বেণি তেমনি রবে’ ও ‘ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে’র মতো ছয়টি ভাবসংগীত পরিবেশন করেন শিল্পী ফারজানা আফরিন। দেড় ঘণ্টার আসরে শ্রোতারা মন্ত্রমুগ্ধ পরিবেশনা উপভোগ করেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com