প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধুর চিঠির সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ১৩:৩৭
প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধুর চিঠির সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে থাকা অবস্থায় লেখা চিঠি নিয়ে সম্পাদিত ‘চিঠিপত্র : শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘Letters of Sheikh Mujibur Rahman’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে।


গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে বই দুটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


‘চিঠিপত্র : শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘Letters of Sheikh Mujibur Rahman’ শীর্ষক গ্রন্থ দুটি সম্পাদনা করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এবং সহসম্পাদকের দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম।


গ্রন্থ দুটি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। পরিবেশনের দায়িত্বে রয়েছে পাঞ্জেরী পাবলিকেশনস।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিঠি নিয়ে এই গ্রন্থ প্রকাশ করায় অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। গ্রন্থ দুটি প্রকাশে সার্বিক পরামর্শ ও নির্দেশনা দেওয়ায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এছাড়াও ধন্যবাদ দিয়েছেন পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ককে।


বিবার্তা/এসবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com