
২৬ নভেম্বর ধানমন্ডির মাইডাস সেন্টারে হয়ে গেল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন 'কালি'র ১৩ তম বৈঠক। কালি'র এবারের আয়োজন ছিল 'লালনের সাধনসঙ্গীত'। এতে অংশ নেন ভাবনগর সাধুসঙ্গের শিল্পীরা।
অনুষ্ঠানের শুরুতে কালি'র সভাপতি কথাসাহিত্যক পাপড়ি রহমান সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেন সঞ্চালককে। এরপর সম্মানিত অতিথিদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন লায়লা মুন্নী ও সালমা তালুকদার।
অনুষ্ঠানে শিল্পীদের হাতে সম্মানী তুলে দেন কবি মালেকা ফেরদৌস। কালি'র পক্ষ থেকে লালনসঙ্গীত পরিবেশন করেন শারমিন জাহান শাম্মী।
মূল অনুষ্ঠানের শুরুতে লালনের ভাবাদর্শ নিয়ে আলোচনা করেন নাট্যকার ও লোকসংস্কৃতি গবেষক ডক্টর সায়মন জাকারিয়া। এছাড়াও আলোচনা করেন লালন শিল্পী ও শিক্ষক অনাবিল ইহসান।
এই আয়োজনে আরো ছিল ভাবনগর সাধুসঙ্গের শিল্পীদের পরিবেশনা। সাধিকা সৃজনী তানিয়ার নিজস্ব সুর করা চর্যাপদের পদ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় লালনের গান পরিবেশন।
এরপর একে একে লালন সঙ্গীত পরিবেশন করেন অনাবিল ইহসান, সৃজনী তানিয়া, বাউল অন্তর সরকার। তাদের পরিবেশনায় লালনের গান যেন উপস্থিত শ্রোতাদের অন্তর স্পর্শ করে।
অনুষ্ঠান সঞ্চালন করেন লেখক ও সাংবাদিক লাবণ্য লিপি। সবশেষে কালির আগামী অনুষ্ঠানের ঘোষণা দিয়ে অনুষ্ঠান শেষ করেন লায়লা মুন্নী।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]