
তুঁ কাঁহা হ্যায় বদি কাকু? ও দেবু দা, বদ্দা...
তুঁ কাঁহা হ্যায় বদি কাকু? ও দেবু দা, বদ্দা...
ঐ দেখা যায় পদ্মা সেতু ওই দেখা যায় পদ্মা...
দেখতি পাচ্ছো? মনটা খারাপ? মন বিষণ্ণ? মনটা--
যখন তখন কেন্দে ওঠে? উদ্বোধনের ক্ষণটা
আইসা গ্যালো!! শ্যাখের বেটি করলো কেমুন কামটা!
সুশীল সাইজা মুখ ব্যাঁকাইয়া দেখাইলা মুখ ঝামটা
মধ্য রাতের টকশোগুলায় হাপুস হুপুস সাঁতরে--
পুটুর পুটুর নিন্দা নূপুর বাজাইছো রোজ রাত্রে
(একেকটা য্যান যাত্রাপালার বিবেক জ্যঁ পল সাঁর্ত্রে...!!)
শ্যামচাচা আর খাল্দাজিয়ার পাঞ্জাবি-স্যুট পিন্দা
কোমড় বাইন্ধা করতেছিলা শ্যাখের বেটির নিন্দা!
কিন্তু একি! শ্যাখের বেটি করলোটা কি! হায় রে
ইনুচ চাচার প্যাঁচ লাগাইন্না গিট্ঠু খুইল্লা যায় রে!
আন্টি কুতায়? ও হিলারি! চাইয়া দ্যাহো চাইয়া
পিরথিবিরে দেখায় দিলো শ্যাখ মুজিবের মাইয়া!
ও বিশ্বব্যাংক! হে মামলাবাজ! কুতায় গেলে তুম্রা?
বাংলাদেশের বিজয় দেইখা কান্দে পরাণ ভুম্ড়া?
নেত্রী কইছে জোড়াতালির নড়বড়ে ব্রিজ এইটা!!
(টিভি পর্দায় নিয়মিতই ভাইসা উঠে সেইটা...)
ভেইঙ্গে যাবে পিলারগুলা না যাইও না যাইও
ও দলীয়, ও দেশবাসী, ও ভগিনি ভাইও...
''এঞ্জিও-শপ মালিক সুশীল'' মুখ সকলের কাতলা!
পদ্মা সেতুর বিরোধিতায় এত্তো বেশি মাত্লা!
বদ্দা-কাকু-ইনুচ চাচা এহন ক্যানো চুপ রে??
(...টুকুস কইরা ফেইলা দিবে পাইলে সেতুর উপ্রে!!)
অটোয়া ১৩ জুন ২০২
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]