এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ কেমন হবে?
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ১৮:০১
এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ কেমন হবে?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদ দরজায় কড়া নাড়ছে। তাই ঈদকে ঘিরে চলছে সবার নানা রকম প্রস্তুতি। ঈদের দিনকে সুন্দর করে তুলতে পোশাক ও জুয়েলারির সাথে চাই মানানসই মেকআপ।


মেকআপ এমন একটি আর্ট যা আমাদের ফেইসের বেস্ট ফিচারগুলো হাইলাইট করতে হেল্প করে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, গত কয়েক বছর ধরে মেকআপ ট্রেন্ডে এসেছে অনেক পরিবর্তন।


এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ কেমন হতে পারে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন


মিনিমাল মেকআপ লুক


মেকআপের জগতে খুব পরিচিত একটি টার্ম হচ্ছে ” মিনিমাল” মেকআপ ৷ একসময় সবাই মনে করতেন, যত বেশি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা হবে, দেখতে তত সুন্দর লাগবে। কিন্তু বর্তমানে এই ধারণা থেকে সবাই বের হয়ে আসছেন। এখন সবাই মিনিমাল মেকআপ লুকই বেশি পছন্দ করছেন। এই ধরনের লুকে একটি কমপ্লিট মেকআপের যতগুলো ধাপ রয়েছে সেগুলোর সবই করা হয়ে থাকে, তবে প্রোডাক্ট ব্যবহার করা হয় একদম অল্প পরিমাণে। যেমনঃ অনেকে ফাউন্ডেশন ব্যবহার না করে শুধুমাত্র কনসিলার দিয়ে মুখের দাগ ও পিগমেন্টেশন ঢেকে একটু ব্লাশ অ্যাপ্লাই করেই বেইজ মেকআপ কমপ্লিট করে ফেলে। এ বছরের ঈদের দিন যেহেতু অনেক গরম থাকার সম্ভাবনা রয়েছে, তাই ট্রাই করতে পারেন মিনিমাল মেকআপ লুক।


গ্লসি মেকআপ লুক


গ্লসি মেকআপ লুক এখন বেশ ট্রেন্ডি। এ ধরনের লুকে ফেইসে একটা গ্লো আসে বলে সবাই এটি পছন্দ করেন। ঈদের সকালের জন্য এই ধরনের লুক একদম পারফেক্ট। গ্লসি মেকআপ লুক ক্রিয়েট করতে ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইল্যুমিনেটর ব্যবহার করতে পারেন, আবার লিকুইড হাইলাইটারও বেছে নেওয়া যেতে পারে। সেই সাথে মেকআপে গ্লসি ভাব নিয়ে আসার জন্য অনেকেই এখন ব্যবহার করছেন লিপগ্লস। লিকুইড ম্যাট লিপস্টিক ট্রেন্ডে অনেকদিন রাজত্ব করলেও এখন লিপগ্লস সবার খুবই পছন্দের। বিশেষ করে লিপলাইনার দিয়ে ঠোঁটের শেইপ ড্র করে তার উপর লিপগ্লসের ব্যবহার এখন আছে মেকআপ ট্রেন্ডের টপলিস্টে।


কাজল দিয়ে আইলুক


৮০ বা ৯০ দশকের নারীদের ছবি দেখলে বোঝা যায়, তাদের ফেইসে তেমন কোনো মেকআপ না থাকলেও চোখ জুড়ে থাকতো মোটা করে কাজল। সেই ট্রেন্ড এত বছর পর আবার ফিরে এসেছে। আইলাইনার ব্যবহার না করে অনেকেই চোখের নিচে মোটা করে কাজল দেওয়া প্রিফার করছেন। আবার আইলিডে কাজল দিয়ে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে স্ম্যাজ করে স্মোকি আইলুকও রয়েছে এখন অনেকের পছন্দের তালিকায়।


লাইট শেইডের আইশ্যাডো ও ব্লাশ


ব্লাশ হোক কিংবা আইশ্যাডো- এখন বেশিরভাগ মানুষই লাইট শেইড পছন্দ করছেন। আইশ্যাডোর ক্ষেত্রে ব্রাউনিশ কিংবা পিচ টোনের শেইডগুলো যেকোনো ধরনের পোশাকের সাথে মানিয়ে যায়। অন্যদিকে ব্লাশের ক্ষেত্রে ব্যবহার করা হয় লাইট পিংক বা পিচ শেইড, যাতে মেকআপ ন্যাচারাল থাকে। চাইলে মনোক্রোমাটিক মেকআপ লুকের জন্য একই শেইডের আইশ্যাডো ও ব্লাশ অ্যাপ্লাই করতে পারেন।


ন্যাচারাল আইব্রো


ড্রামাটিক আইব্রো আগেকার সময়ে বেশ পপুলার হলেও এখন কিন্তু ট্রেন্ডে আছে ন্যাচারাল আইব্রো। অনেকেই এখন আইব্রো পেন্সিল ব্যবহার না করে আইব্রো সেট করছেন আইব্রো জেলের সাহায্যে। আসলে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো ড্র করতে গেলে অনেক সময় সঠিক পদ্ধতির না জানার ফলে ফেইসের ন্যাচারাল ভাব থাকে না। তাই ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করতে আইব্রো জেলই সহজ সমাধান।


ডার্ক লিপস্টিক


যতই ন্যুড মেকআপের ট্রেন্ড থাকুক না কেন, ডার্ক লিপস্টিক সবসময়ই ট্রেন্ডে থাকবে। লাল কিংবা মেরুনের মতো ডার্ক শেইডের একটি লিপস্টিক আপনার পুরো লুক চেঞ্জ করে দিতে পারে। তাই ঈদের দিন হালকা মেকআপ করলেও ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন। তবে হ্যাঁ, ঈদের পোশাক খুব বেশি গর্জিয়াস হলে ন্যুড শেইডের লিপস্টিক বেছে নিতে পারেন৷


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com