এসির গ্যাস লিকের কারণ জানেন?
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৯:০৯
এসির গ্যাস লিকের কারণ জানেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি থেকে যতটা ঠান্ডা আসার কথা ততটা না আসলে সাধারণত ফিল্টার নোংরা হলে কিংবা টেম্পারেচারের সেটিং মোডে গন্ডগোল হলে এ সমস্যা হয়ে থাকে। তবে এর আরও একটি বড় কারণ হলো এসি গ্যাস লিক। গ্যাস লিক কী? এমন সমস্যা হলে কী করবেন?


এসির মধ্যে বাতাস ঠান্ডা করার গ্যাস থাকে। যা গরম বাতাসকে শীতল করে ব্লোয়ারের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে দেয়। তাই এই গ্যাসের লেভেল কোনো কারণে কমে গেলে বা লিক করলে ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না। এক্ষেত্রে প্রথমেই জেনে নিতে হবে কী কারণে এসি গ্যাস লিক করতে পারে?


১. দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় কন্ডেন্সর পাইপে ক্ষয় ধরে। এর কারণে লিকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।


২. কম্প্রেসার মটরের ভাইব্রেশন সঠিকভাবে কাজ না করলে কিংবা সুরক্ষিত না থাকলে গ্যাস লিক হতে পারে।


৩. এসি ইনস্টল করার সময় কোনো সমস্যা হলেও গ্যাস লিকের সম্ভাবনা তৈরি হয়।


কীভাবে এসির গ্যাস লিক সারাবেন


১. কন্ডেন্সর তামার হলে ক্ষয়ের সম্ভাবনা কম থাকে। তাই এসি কেনার সময় অ্যালুমিনিয়াম কন্ডেন্সরের বদলে তামা বেছে নিন।


২. এসির আউটডোর ইউনিট কোথায় বসাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করুন যেখানে সূর্যের আলো কম পড়ে অর্থাৎ ছায়া থাকে, সেখানে বসাতে।


৩. শীতকালে এসির প্রয়োজন পড়ে না। খুব ভালো হয় সেই সময় আউটডোর ইউনিটটি ঢেকে রাখতে পারলে।


৪. নিয়মিত সময়ের ব্যবধানে এসি পরিষ্কার করুন। কোনো সমস্যা চোখে পড়লে দ্রুত মেরামতকারীদের খবর দিতে পারেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com