সিনিয়র আইটি অফিসার নেবে সোনালী, জনতা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০৯:০২
সিনিয়র আইটি অফিসার নেবে সোনালী, জনতা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সোনালী, জনতা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠান তিনটিতে মোট ১৫৬ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম: সিনিয়র আইটি অফিসার।
পদের সংখ্যা: সোনালী ব্যাংক নেবে ১১১জন, জনতা ব্যাংক নেবে ৮ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নেবে ৩৭ জন।


আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণি/সমমানের সিজিপিএ থাকতে হবে।


আবেদনের বয়স: আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।


বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ২২০০০-৫৩০৬০ টাকা। সঙ্গে ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।


আবেদন যেভাবে করবেন: আগ্রহীদের আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটের মাধ্যমে। আবেদন করতে এখানে ক্লিক করুন।


আবেদনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com