
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট (এসআরএ) ফর সিপিডি পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডি পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট (এসআরএ) ফর সিপিডি পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডি
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি/এনভায়রমেন্টাল ইকোনমিকস/রিসোর্স ইকোনমিকস/এনার্জি ইকোনমিকস বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম সিজিপিএ–৩.৬০ থাকতে হবে। রিসার্চ–সংক্রান্ত কাজে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা বিদেশি জার্নালে পাবলিকেশন থাকলে অগ্রাধিকার দেয়া হবে। অ্যানালিটিক্যাল সফটওয়্যার ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস করতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
বেতন: মাসিক ৭২,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের [email protected] এই ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, পাবলিকেশনের তালিকাসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ২ জুলাই ২০২২।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]