যুদ্ধবিধ্বস্ত দেশ নিয়ে ট্রাম্প-বাইডেনের আলোচনা
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৬
যুদ্ধবিধ্বস্ত দেশ নিয়ে ট্রাম্প-বাইডেনের আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রায় আড়াইশো বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরতে চলেছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউজের ক্ষমতা হস্তান্তরের আগেই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করেন।


স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউস এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।


হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, আমেরিকান জাতি ও বিশ্ব যেসব গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো নিয়ে উভয় নেতা আলোচনা করেছেন। সত্যিই খুব সৌহার্দ্যপূর্ণ ও ভালো আলোচনা হয়েছে।


তিনি আরও বলেন, বৈঠকটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।


এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য ভালো বলে যুক্তি দিয়েছেন বাইডেন। কারণ আমেরিকাকে যুদ্ধে জড়ানো থেকে রক্ষা করবে শক্তিশালী এবং স্থিতিশীল ইউরোপ।


অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেছেন, তিনি এবং বাইডেন তাদের কথোপকথনের সময় “মধ্যপ্রাচ্য সম্পর্কে খুব বেশি কথা বলেছেন”।


মার্কিন এই সংবাদমাধ্যমটি ট্রাম্পকে উদ্ধৃত করে বলেছে, আমরা কোথায় আছি সে সম্পর্কে আমি তার মতামত জানতে চেয়েছিলাম। এবং তিনি সেগুলো আমাকে দিয়েছেন, তিনি খুব উদারভাবেই কথা বলেছেন।


এর আগে যুক্তরাষ্ট্রের নবনর্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বিজয়ীর বেশে ওয়াশিংটনে আসেন এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের জন্য গত চার বছরের মধ্যে প্রথমবারের মতো হোয়াইট হাউসে যান।


এর আগেই অবশ্য নির্বাচনে জয়ের পর ঐতিহ্য মেনে ট্রাস্পকে হোয়াইট হাউসে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন।


যদিও অবশ্য নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্প জিতলেও প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। আর এর আগে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসেন তারা।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com