মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় দুই বাংলাদেশিসহ একজন রোহিঙ্গা নিহত হয়েছেন।
নিহত বাংলাদেশিদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. দুলাল ও মো. কামাল হোসেন।
স্থানীয় সময় রবিবার (৩ মার্চ) দিনগত রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কলিংয়ে আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে একটি ওয়ার্কশপে কাজ করতেন দুলাল ও কামাল। ঘটনার দিন রাতে কাজ শেষে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তারা।
নিহতদের একই রুমের বাসিন্দা আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর নিহত ব্যাক্তি রোহিঙ্গার কাছে ইউএন কার্ড বা জাতিসংঘের রিফিউজি কার্ড পাওয়া গেছে বলে জানা গেছে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানিয়েছেন যে তারা রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান। পরে দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়।
রাজালি ওয়ান ইসমাইল জানান, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মাসুম/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]