ইমরান খানের দলকে নির্বাচনি প্রচারণায় খুঁজে পাওয়া যাচ্ছে না
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ২০:০৯
ইমরান খানের দলকে নির্বাচনি প্রচারণায় খুঁজে পাওয়া যাচ্ছে না
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক সময়ের ক্রিকেট কিংবদন্তি থেকে বিশ্বনেতার কাতারে চলে যাওয়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান তার নির্বাচনি এলাকা ও পৈতৃক জন্মভূমি মিয়ানওয়ালিতে খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও, সেখানকার রাস্তা-ঘাটে তার দলের পোস্টার ও পতাকা শোভিত রাজনৈতিক প্রচারণার নাম গন্ধই খুঁজে পাওয়া দুষ্কর।


পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর নিরবচ্ছিন্ন দমন-পীড়নে তাকে ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’কে (পিটিআই) ভোটাভুটির আগেই নির্বাচনি প্রচারণা থেকে প্রায় মুছে ফেলা হয়েছে। খবর এএফপি’র।


ইমরান খান, বর্তমানে কারাগারে থেকে কয়েক ডজন আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করে, আসন্ন ৮ ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে বিরত রাখা হয়েছে। তবে মামলাগুলিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন।


সারা দেশে, পিটিআই’কে সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে এবং কঠোর সেন্সর আরোপিত গণমাধ্যমগুলোকে বিরোধীদের খবর প্রচার সীমিত করে কার্যত তাদের প্রচারাভিযানকে প্রায় শূণ্যের কোঠায় ঠেলে দিয়েছে। দেশব্যাপী কয়েক ডজন প্রার্থীর মনোনয়নপত্রও নির্বাচন কমিশন বাতিল করেছে।


মিনওয়ালিতে তার নেতার পরিবর্তে পিটিআই থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আহসান খান বলেছেন, তিনি নির্বাচনের প্রস্তুতি থেকেই প্রায় আত্মগোপন আছেন, সভা করতে বা লিফলেট বিতরণ করতে পারেননি।


তিনি এএফপিকে বলেন, 'এটা হতাশাজনক যে পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের একজন প্রার্থী হিসেবে আমি আমার প্রচারণাকে সেভাবে পরিচালনা করতে পারছি না।' ভোটের দুই সপ্তাহ বাকি, ২৪ কোটির বেশি লোকের দেশে সাধারণত একটি নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের উৎসাহ ও উত্তেজনা থাকার কথা, তা নেই।


উল্লেখ্য, পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে ইমরান খান তার রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তোলেন এবং তিনবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে নির্বাচনে দুর্নীতির অবসান ও বংশ পরম্পরায় দেশ শাসনের ব্যত্যয় ঘটানোর প্রতিশ্রুতি পিটিআই’র বিজয় এনে দেয় এবং তাকে প্রধানমন্ত্রীর পদে উন্নীত করে। মিয়ানওয়ালিতে, তিনি একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্থানীয় পত্রিকা নওয়া-ই-শারর বা ডেইলি স্পার্ক-এর প্রধান সম্পাদক রানা আমজাদ ইকবাল এএফপি’কে বলেন ৭১ বছর বয়সী খান 'শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন নায়ক।'


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com