মিয়ানমারের বন্দরনগরী দখলের দাবি আরাকান আর্মির
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:০৯
মিয়ানমারের বন্দরনগরী দখলের দাবি আরাকান আর্মির
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের বন্দরনগরী পাউকতাও সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। দেশটির জান্তা বাহিনীর সঙ্গে দুই মাসের বেশি সময় ধরে সংঘর্ষের পর শহরটি দখলে নেয়ার দাবি করেছে তারা।


মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


গত বছরের নভেম্বরে পাউকতাও শহর আংশিক দখলে নেয় আরাকান আর্মি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে যে যুদ্ধবিরতি হয়, এ ঘটনায় তা ভেঙে যায়। তবে ওই যুদ্ধবিরতিও খুব বেশি কার্যকর ছিল না।


শহরের বাসিন্দারা বলেছে, জান্তা সরকার নিয়মিত সেখানে গোলা ও নৌ হামলা চালাত। হেলিকপ্টার থেকেও শহরটিতে গুলিবর্ষণ করা হতো।


নিউ গুগল আর্থের ছবিতে দেখা গেছে, পাউকতাও শহরের অনেক এলাকা বিধ্বস্ত। থানার বেশ কয়েকটি ভবনও বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। তবে আরাকান আর্মির দাবির সত্যতা যাচাই করতে পারেনি কোনো গণমাধ্যম। আরাকান আর্মির ঘনিষ্ঠ সূত্র এ সপ্তাহের শুরুতে বলেছে, তারা শহরে অভিযান চালাচ্ছে। গত মঙ্গলবার জান্তা সরকার ওই শহরে সংঘর্ষ চলার খবর জানায়। জাতিসংঘ গত নভেম্বরে বলেছে, সংঘর্ষের কারণে ওই শহরের প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গত সপ্তাহে আরাকান আর্মির একজন মুখপাত্র বলেন, তারা কালাদান নদীর তীরে অবস্থিত বন্দরনগর পালেতাওয়ার নিয়ন্ত্রণ নিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে এ নগর গুরুত্বপূর্ণ।


তখন আরাকান আর্মির পক্ষ থেকে বলা হয়, সীমান্তে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থাকলেও আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা চালিয়ে যাব। আরাকান আর্মির মুখপাত্র খিন থু খার এক বিবৃতিতে বলা হয়, পালেতাওয়ার প্রশাসন ও আইনশৃঙ্খলার দায়িত্ব তুলে নেবে তারা।


পালেতাওয়ার নিয়ন্ত্রণ হারানো নিয়ে কোনো মন্তব্য করেনি জান্তা।


গত মঙ্গলবার জান্তা সরকার ওই শহরে সংঘর্ষ চলার খবর জানায়। জাতিসংঘ গত নভেম্বরে বলেছে, সংঘর্ষের কারণে ওই শহরের প্রায় ১৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com