
মরুভূমির মাঝখানে তৃষ্ণার্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সুদানের এক যুবক এবং তার তিন সফরসঙ্গী। বৃহস্পতিবার (২৩ জুন) তারা বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে দুর্গম মরুভূমিতে গাড়ি নষ্ট হয়ে গেলে পানির অভাবে তারা সেখানেই মৃত্যুবরণ করেন।
আব্দুর রহমান আস সাইয়েদ আব্দুল্লাহ মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওটি আরব বিশ্বে অনেক ভাইরাল হয়েছে।
ভিডিওতে আব্দুর রহমানকে রাজধানী খার্তুম থেকে ৩৭০ কিলোমিটার দূরে উবাইদিয়াহ নামক শহরের কাছাকাছি একটি মরুভূমিতে বালুর টিলার পাশে দেখা যায়, তিনি অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় তিনি বলেন, ‘ভাইয়েরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, যাদের কাছে আমি ঋণী তারা আমাকে মাফ করবে আশা করছি।
তার স্ত্রী চার সন্তানের জননীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি ধৈর্য ধরে থেকো। আমি তোমাকে মাফ করলাম, তুমিও কোরো। এভাবেই সবার কাছেই ক্ষমা চান আব্দুর রহমান। এরপর তার কালিমা শাহাদাত পাঠ করার সাথে সাথেই ভিডিওটি শেষ হয়ে যায়।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]